জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৪
শুভ শুভ শুভদিন আজ তোমার জন্মদিন,
শুভ হোক পথচলা,
অটুট হোক কথাবলা,
শুভ হোক তোমার প্রতিমুহূর্ত আর প্রতিদিন,
শুভ জন্মদিন।
আকাশে অনেক তারা চাদ দিচ্ছে আলো,
জন্মদিনের মতন তুমি,
সদাই থেকো ভালো শুভ জন্মদিন।
সমুদ্রের গভির থেকে নয়,
নিলীমার নীল থেকে নয়,
সাগরের জল থেকে নয়,
অন্তরের গভীর থেকে বলছি শুভ জন্মদিন।
যেদিন তুই ল্যাংটো ছিলি সেদিনই তোর বন্ধু ছিলাম,
যেদিন তুই প্যান্ট পড়তে শিখলি সেদিনও তোর পাশে ছিলাম।
আজও আছি সেই পাশাপাশি,
জিবনের শেস দিনও বন্ধু তোকেই ভালোবাসি,
শুভ জন্মদিন।
” এই দিনে পৃথিবীতে এসে তুমি করেছ পৃথিবীতে আলো,
তোমার থেকে নয়কো আমার কাছে আর কেউ ভালো,
তোমার সফলতা চাই আমি প্রতি ক্ষণে ক্ষণে,
তোমাকে তোমার জন্মদিনের ভালোবাসা জানাই আমি মনে মনে,
” হাজার বছর বেঁচে থাকো
প্রতিবছর জানাবো তোমায় শুভ জন্মদিন“
” অবশেষে, তোমার বিশেষ দিনটি ঘনিয়ে এসেছে।
নতুন বছরকে টেঁনে নিতে এবং পুরাতন বছরকে বিদায় জানাতে সবাই আজ একত্রিত। শুভ জন্মদিন।
” আরেকটা বছর চলে গেল তোমার জীবন থেকে,
পাওয়া না পাওয়ার হিসাব টা না হয় আজ রেখে দিও,
জীবন থেকে চলে যাওয়ার একটি বছরের জন্য আফসোস না করে
নতুন বছরকে সুন্দর বানানোর প্রচেষ্টা চালিয়ে যাও। শুভ জন্মদিন।
সূর্যের মত উজ্জ্বল হও,
সাগরের মত হও চঞ্চল ।
আকাশের মত হও উদার,
আর ঢেউ এর মত উচ্ছল ।
শুভ জন্মদিন
সমুদ্রের ঢেউ ফুলের সুগন্ধ
আর রাতের তারারা- সবাই
জড়ো হয়েছে তোমাকে
একসাথে বলতে—
শুভ জন্মদিন
স্বপ্ন গুলো সত্যি হোক
সকল আশা পুরন হোক
দুঃখ গুলো দূরে যাক,
সুখে জীবনটা ভরে যাক ।
জীবনটা হোক ধন্য
শুভ কামনা তোমার জন্য ।
শুভ জন্মদিন
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন
হোক তোমার, পুরন হোক প্রতিটি
স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো
হাজার বছর ।
শুভ জন্মদিন
সকাল থেকে সন্ধ্যা, তোমার জন্মদিন
হোক উজ্জ্বল, জন্মদিনের আন্তরিক
অভিনন্দন । শুভ জন্মদিন ।
শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন,
মুখে তোমার দিপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি,
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে,
তেমন করে বন্ধু তোমার জীবন যেন–
সুখের সাগরে ভাসে ।
শুভ জন্মদিন
শুভ রজনী শুভ দিন,
সামনে আসছে তোমার জন্মদিন,
জন্মদিনে কি বা দেবো তোমায়,
এক তোড়া গোলাপ ফুল আর এক বুক
ভালোবাসা ছাড়া কিছুই নেই যে আমার ।
শুভ জন্মদিন
শুভ ক্ষন, শুভ দিন,
মনে রেখো চিরদিন,
কষ্ট গুলো দূরে রেখো,
স্বপ্ন গুলো পুরন করো,
নতুন ভালো স্বপ্ন দেখো,
আমার কথা মনে রেখো ।
শুভ জন্মদিন
শুভ জন্মদিন বন্ধু স্ট্যাটাস
শুভ জন্মদিন বন্ধু দোয়া করে দিলাম,
তুই একটা শাকচুন্নির মত সুন্দরি বউ পাবি।
তোর জন্য ভালোবাসা, আর উপহার লক্ষ গোলাপ জুই,
শত দিন পরেও বন্ধু থাকবি পাশে তুই,
শুভ হোক প্রতিদিন শুভ জন্মদিন।
আজ তােমার জন্মদিন
এলাে খুশির শুভদিন।
সর্বদা থাকে যেনাে তােমার মন,
এমনি আনন্দে রঙিন।
! Happy Birthday bondhu !
রাত যায় দিন আসে,
মাস যায় বছর আসে,
সবাই থাকে সুদিনের আশায়,
আমি থাকি তোমার জন্মদিনের আশায় ।
শুভ জন্মদিন ।
বাইরে তাকিয়ে দেখো কি মনোরম পরিবেশ ।
তোমার জন্য সূর্য হাসছে, গাছেরা নাচছে,
পাখিরা গান গাইছে, কারন আমি সবাইকে
বলেছি শুভেচ্ছা জানাতে ।
শুভ জন্মদিন
ক্ষুদ্র এ জীবনের জীবনের শ্রেষ্ঠ উপহার হলো একজন খাঁটি বন্ধু পাওয়া। যা সবার কপালে জুটে না। তাই তোমাকে বন্ধু হিসেবে পেয়ে আমি কৃতজ্ঞ। 💞 শুভ জন্মদিন বন্ধু 💞
মানুষের দেহ যেমন আত্মা ছাড়া মূল্যহীন, ঠিক তেমনি আমার জীবন তোমার বন্ধুত্ব ছাড়া মূল্যহীন, অপরিপূর্ণ। আমার অপূর্ণ জীবনটাকে পরিপূর্ণ করার জন্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আমায় জানাই শুভ জন্মদিনের অঢেল শুভেচ্ছা। 🎂শুভ জন্মদিন বন্ধু🎂
আজ তোমার একটা বিশেষ দিন,
দিনটা হয়ে উঠেছে রঙ্গিন।
পাখিগুলো গাইছে গান
ফুলেরা সাজিয়েছে বাগান।
🥀 শুভ জন্মদিন প্রিয়।🥀
বান্ধবী জন্মদিনের শুভেচ্ছা
বছর ঘুরে আজ এলো এমন একটি দিন আজ তোর জন্মদিন,
ভালো থাকিস শুভ জন্মদিন।
Aফর আমি
B ফর বলছি
C ফর চুন্নি
D ফর ডাইনি
E ফর ইবলিশ
F ফর ফকিন্নি
G ফর গাধি
H ফর Happy Birthday To You.
আজকের এই দিন,
তোমার জন্য হোক রঙিন।
! শুভ জন্মদিন !
সকাল থেকে সন্ধ্যা,
তোমার জন্মদিন হোক উজ্জ্বল,
জন্মদিনের আন্তরিক অভিনন্দন।
! শুভ জন্মদিন !
আজ বারোটায়,
একটু খানি কাটিয়ে
ঘুমের রেষ,
চোখটি মেলে চেয়ে দেখো,
আরো একটি বছর শেষ।
! শুভ জন্মদিন !
ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন,
রংধনুর মত সাত রঙ্গে রাঙ্গুক তোমার
জীবন । দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক
দূর অজানার দেশে । তোমার জীবন
যেনো সুখের সাগরে ভাসে । এই
কামনা করি বিধাতার কাছে ।
শুভ জন্মদিন
প্রতিদিনই জন্মদিনের মত আনন্দে পরিপূর্ণ থাকুক,
আজকের দিনটা প্রান খুলে উপভোগ করো,
শুভ জন্মদিন
নতুন সকাল নতুন দিন নতুন করে শুরু,
যা যেন কখনো হয় না শেষ । তোমার
এই জন্মদিনে রইলো অনেক শুভেচ্ছা ।
শুভ জন্মদিন
দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন,
কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন।
জন্মদিনের শুভেচ্ছা ।
দারুন দিনটায় জানাই অনেক অভিনন্দন
চলার পথে সৌভাগ্যবান থেকো, আগামি
জীবনটা আনন্দময় হোক, এই আশা করি ।
আজ দিনটা ভালোভাবে উপভোগ করো ।
শুভ জন্মদিন ।
প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা
শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন ।
মুখে তোমার দিপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি ।
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে,
তেমন করে বন্ধু তোমার জীবন যেন শুখের সাগরে ভাসে ।
আজ তোমার জন্মদিন,
জীবন হোক তোমার রঙিন ।
সুখ যেন না হয় বিলীন,
দুঃখ যেন না আসে কোন দিন ।
দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন,
কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন ।
** জন্মদিনের শুভেচ্ছা **
মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে,
স্নিগ্ধ হওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাসে ।
পাখির গানে পরিবেশে মায়াবি এক ধোঁয়া ,
পেয়েছে ওরা তোমার শুভ জন্মদিনের ছোঁয়া ।
“” শুভ জন্মদিন “”
আধার ভেঙ্গে সূর্য হাসে
বিশ্বভুবন আলোয় ভাসে ।
পাক-পাখালি ধরলো গান
নদীর বুকে ওই কলতান ।
তর তরিয়ে চললো তরী
মহাসাগর দেবো পাড়ি ।
তরু শাখায় লাগলো দোল
চল বন্ধু চল জলকে চল ।
খুশিতে মন তা ধিন ধিন
আজ যে তোমার জন্মদিন **
নতুন সকাল , নতুন দিন,
নতুন করে শুরু, যা হয় না যেন শেষ.
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে
পাঠালাম তোমায় এই এস এম এস !
! শুভ জন্মদিন !
আজকের এই সময়টা,
শুধু তোমার জন্য আর
কারো নয়।
! শুভ জন্মদিন !
তোমার জন্য প্রার্থনা করি,
১২ মাস আনন্দের,
৫২ সপ্তাহ খুশির,
৩৬৫ দিন সাফল্যের
৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য,
আর ৫২৬০০ মিনিট সৌভাগ্যের !
! শুভ জন্মদিন !
জন্মদিনে কি বা দিবো
তোমায় উপহার ?
বাংলায় নাও ভালোবাসা
হিন্দিতে নাও পেয়ার।
! শুভ জন্মদিন !
রাজার আছে অনেক ধন,
আমার আছে সুন্দর মন,
পাখির আছে ছোট্ট বাসা,
আমার মনে একটি আশা,
দিবো তোমায় ভালোবাসা।
! HAPPY BIRTHDAY !
তোমার কথা ভাবতে ভাবতে
হয়না যেন দিন শেষ,
জন্মদিনের শুভক্ষণে তোমায়
পাঠালাম এই SMS
! শুভ জন্মদিন !
আজকের এই বিশেষ দিনে
হয়ে ওঠো আরো নবীন,
ভালবেসে জানাই তোমায়ে
! শুভ জন্মদিন !
চাঁদের জন্য পূর্নিমা,
পাহাড়ের জন্য ঝর্না,
নদীর জন্য মোহনা,
আর তোমার জন্য রইলো
জন্মদিনের অনেক
অনেক শুভ কামনা।
! Happy Birthday !
রূপ কোথার রানী তুমি,
২ নয়নের আলো,
সারা জীবন এমন করে
বেশে যাবো ভালো।
তুমি আমার জীবন মরন,
আমার চলার সাথি।
তোমাকে ছারা ১ লা আমি
কি করে থাকি ?
! শুভ জন্মদিন !
Janu
কোন রাজার সিংহাসন
থেকে নয়,
হিমালয়ের পাদদেশ
থেকে নয়।
৭ সমুদ্র ১৩ নদীর ওপাড়
থেকে নয়,
আমার হৃদয়ের ছোট্ট কুঠির
থেকে জানাই শুভ জন্মদিন।
কোন রাজার সিংহাসন থেকে নয়, নয় হিমালয়ের পাদদেশ থেকে । ৭ সমুদ্র ১৩ নদীর ওপাড় থেকে নয়, আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই **** শুভ জন্মদিন ***
আজ বাতাসে সুভাষিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান । প্রকৃতি হেলে-দুলে হয়েছে রঙিন । ফুলেরা সব ফুটেছে বাগানে । আজ আমার প্রিয়ার জন্মদিন । শুভ জন্মদিন ।
আর একটা বছর এসে গেলো, বেড়ে যাবে আর একটা মোমবাতি ।
কাল ও ছিলাম আজ ও আছি, তোমার জন্মদিনের সাথী । শুভ জন্মদিন ।
মা/বাবার জন্মদিনের শুভেচ্ছা
"তোমার অটল ভালবাসা এবং সীমাহীন ধৈর্য আমাকে আজ আমি যে করে তুলেছে। আমি তোমার জন্য চির কৃতজ্ঞ, মা। শুভ জন্মদিন!"
"আজ আমরা সেই মহান মাকে অনেক প্রেম ও ভালোবাসা, আমাকে কীভাবে ভালবাসতে হয় এবং আমাকে শক্তি দিতে হয় তা তুমিই পারো মা। শুভ জন্মদিন, মা!"
"আমি ধন্য একজন মা পেয়ে যিনি ভিতরে এবং বাইরে সুন্দর। আমি আশা করি তোমার জন্মদিন তোমার মতোই সুন্দর।" শুভ জন্মদিন, মা!"
"আপনার ভালবাসা একটি পথপ্রদর্শক আলোর মত যা আমাকে জীবনের উত্থান-পতনের মধ্য দিয়ে পরিচালিত করেছে। সবসময় আমার পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। শুভ জন্মদিন, মা!"
"আমি হয়তো তোমায় কথার দ্বারা বুঝাতে পারব না, তবে আমি আপনাকে কথার চেয়ে বেশি ভালোবাসি। বিশ্বের সেরা মাকে জন্মদিনের শুভেচ্ছা!" Happy Birthday Ma
আমার জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদের জন্মদিন, ভগবানের কাছে কামনা করি তোমায় যেন সুখ ও ভাল স্বাস্থ্য দেয়, আমার মিষ্টি মাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা
"বিশ্বের সেরা মাকে জন্মদিনের শুভেচ্ছা! আপনি শুধু একজন সুপার হিরোইন নন, আপনি একজন সুপারমম!"
"আমি খুব ভাগ্যবান যে তোমার মতো একজন মা পেয়েছি। আপনি প্রতিদিনের মধ্যে থাকার মাধ্যমে প্রতিদিনকে আরও উজ্জ্বল করে তোলেন। শুভ জন্মদিন!"
"মা, আপনি শুধু আমার বাবা-মা নন, আপনি আমার বন্ধু, আমার আস্থাভাজন এবং আমার হিরোইন। শুভ জন্মদিন!"
"মা, তুমিই সেই আঠা যেটা আমাদের পরিবারকে একত্রিত করে রাখে। তুমি আমাদের জীবনে যে সব ভালবাসা এবং হাসি নিয়ে এসেছো তোমায় ছাড়া একদিন ও ভালো লাগেনা মা,। শুভ জন্মদিন!"
বাবা, তোমাকে শুভেচ্ছা,
বিশেষ এই দিনটির মতোই
আমার জীবনের বিশেষ মানুষ তুমি।
! শুভ জন্মদিন বাবা !
মা জননী চোখের মনি
অসিম তোমার দান.
খোদার পরে তোমার আসন
আসমানের সমান,
ত্রিভুবনে তোমার মত হয় না
কারো মান,
! শুভ জন্মদিন মা !
প্রথম স্পর্শ “মা”
প্রথম পাওয়া “মা”
প্রথম শব্দ “মা”
প্রথম দেখা “মা”
আমার জান্নাত তুমি “মা”
! শুভ জন্মদিন মা !
“মা” দিয়ে মাসজিদ,
“মা” দিয়ে মাদ্রাসা,
“মা” দিয়ে মাদিনা,
“মা” দিয়ে মাক্কা,
সো “মা” কে কেউ কষ্ট দিয় না,
! শুভ জন্মদিন মা !
বড় ভাই/বোনের জন্মদিনের শুভেচ্ছা
বাবা মায়ের পর,
সবচেয়ে আপন বলে যাকে জেনেছি,
সেই মানুষটি হচ্ছো তুমি দিদি।
আর আজকে তোমার জন্মদিনে,
তোমাকে জানায় জন্মদিনের শুভেচ্ছা।
! শুভ জন্মদিন দিদি !
শুভ রজনী শুভ দিন,
আমার প্রিয় ভাই আজকে তোমার জন্মদিন।
জন্মদিনে কি বা দিবো তোমায়,
এক বুক ভালবাসা ছাড়া,
কিছুই দেওয়ার নেই আমার।
! শুভ জন্মদিন প্রিয় ভাই !
! শুভ জন্মদিন বনু !
জীবনে অনেক অনেক সুখী হও,
সব ইচ্ছেগুলো পূরণ হোক,
এই কামনায় করি।
আর হ্যা ভালো করে পড়াশুনা করো
”””’না হলে””’
কিন্তু তোমার জন্য ভালো বর পাবোনা।
এটা মাথায় রেখো।
তনয়ের মত উজ্জ্বল হও।
তটিনীর মত চঞ্চল হও।
অম্বর এর মত করে উদার হও।
আর ঢেউয়ের মতন হও উচ্ছল।
! শুভ জন্মদিন ভাই !
ছোট বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
যদিও আমি প্রতিদিন তোর সাথে কথা বলার সময় পাইনা তবুও তুই প্রতিদিন আমার হৃদয়ে আছিস। আজকের দিনটি তোর জন্য বিশেষ দিন। শুভ জন্মদিন প্রিয় বোন।
আমার প্রিয় বোনকে শুভ জন্মদিন! তুই আমার একমাত্র আদরের বোন। তুই আমার কাছে আগেও প্রিয় ছিলি, এখনও আমার প্রিয়। শুভ জন্মদিন।
প্রিয় বোন! আজকের দিনে তুই এসে মা বাবার কোল আলোকিত করেছিস। এবং আমি একটি আদরের বোন পেয়েছি। আজকের এই দিনে তোর জন্য রইলো ভালোবাসা এবং শুভেচ্ছা। শুভ জন্মদিন।
প্রিয় বোনকে জানাই আজকের দিনের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। ঈশ্বরের ছায়া আজীবন তোর মাথার উপর স্থায়ী হোক সেই কামনা করি। শুভ জন্মদিন।
তুমি আমার এমন একজন বোন! যে আমার সম্পর্কে সবকিছু জানে। এবং আমাকে খুব ভালোবাসে। এত বছর ধরে আমার বোন হয়ে থাকার জন্য ধন্যবাদ। তোমার জন্য দোয়া রইলো বোন! শুভ জন্মদিন।
সমস্ত হাসি, কান্না, বালিশ মারামারি, এবং মজা যা আমরা ভাগ করেছি, সেসব কিছুর জন্য আমার বোনকে ধন্যবাদ এবং আজ তোর শুভ জন্মদিন। আমি তোকে ভালবাসি বোন!
আপু, তুমি আমার সবকিছু এবং আরও বেশি কিছু। আমি অনুভব করি যে আমি অবশ্যই সবচেয়ে ভাগ্যবানদের একজন! শুভ জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা নিও।
তুমি এমন একজন বোন! যাকে আমি অনেক বেশি ভালোবাসি। তোমার জন্মদিনে, আমি তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দিই, আজকের এই বিশেষ দিনে তোমাকে জানাই শুভ জন্মদিন। আমার প্রিয় বোন।
বোনেরা সাধারণ মানুষ নয়। তাদের মধ্যে একজন সন্ন্যাসীর মতো ধৈর্য রয়েছে এবং বাইরে থেকে যেমন সুন্দরী! তেমন ভিতরে থেকে আরও সুন্দর। জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা নিও। শুভ জন্মদিন।
আমি অবশ্যই সবচেয়ে ভাগ্যবানদের একজন! কারণ আজ আমি আমার বোনকে পেয়েছি। আজকের এই দিনটি তোমার জন্য বিশেষ। শুভ জন্মদিন বোন।
তোমার মতো বোন ছাড়া আমার শৈশব অসম্পূর্ণ এবং অসম্পূর্ণ হত। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার বোন হিসেবে আসার জন্য। শুভ জন্মদিন।
প্রিয় আপু! তুমি কিন্তু বুড়ো হচ্ছো না! বরং তুমি মায়ের মতো দেখতে লাগছো। আরও একটি বছরে তুমি পদার্পণ করেছো। শুভ জন্মদিন আমার সুন্দরী বইন।
বিশ্বের সেরা বোনের জন্য একটি সুন্দর শুভেচ্ছা। ঈশ্বর আপনার জীবনকে ভালবাসা, সুখ, সম্পদ এবং সৌভাগ্য দিয়ে পূর্ণ করুন। শুভ জন্মদিন প্রিয় বোন।
সুপারহিরো এক মিলিয়নে একজন। আপনার মতো মহান বোনেরা সারাজীবনে একজন। শুভ জন্মদিন!
তোমার মতো বোনেরা হীরা। তারা ঝকঝকে, তারা অমূল্য এবং তারা সত্যিই আমাদের সেরা বন্ধু। শুভ জন্মদিন আপু।
আমার প্রিয় বোনকে শুভ জন্মদিন! ঈশ্বরকে ধন্যবাদ আপনি বয়স বাড়ার সাথে সাথে আপনি বিরক্তিকর হন। শুধু মজা করছি. তুমি সর্বশ্রেষ্ঠ! শুভ জন্মদিন বোন আমার।
প্রতিদিন, আমি আনন্দিত হওয়ার অনেক কারণ খুঁজে পাই, আমি আজ আরও আনন্দিত কারণ তুমি আমার বোন। আমি তোমাকে অনেক ভালোবাসি। শুভ জন্মদিন বোন!
আপনি আমার শৈশবকে ভালবাসা, হাসি এবং সুখে পূর্ণ করেছেন। আমি আপনার বিশেষ দিনটিকে এটি দিয়ে পূরণ করতে চাই। আপনি সেরা, বোন। শুভ জন্মদিন!
আরে, আপনি আমার সুন্দর, প্রেমময় বোন। আপনার জন্য প্রতিদিন আমি আনন্দিত হওয়ার প্রচুর কারণ খুঁজে পাই। শুভ জন্মদিন বোন আমার।
আজকের দিনে ঈশ্বর যাতে আপনার সমস্ত ইচ্ছা পূরণ করে সেই প্রার্থনা করি। সবসময় সদাসর্বদা ঈশ্বর আপনাকে সুখেস্বচ্ছন্দে রাখুক। শুভ জন্মদিন।
নিজ সন্তানের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
“তুমি সর্বদা আমার জীবনে রোদের আলো এবং ছোট দেবদূত হয়ে থাকবে। তোমার মা তোমাকে অনেক ভালোবাসে! মায়ের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা!”
“শুভ জন্মদিন। তোমার জন্য আমার জন্মদিনের শুভেচ্ছা হল যে প্রতি বছর যেন তোমার জন্যে নিয়ে আসে: আরও জ্ঞান; আরও স্বপ্ন; আরও হাসি; এবং আরও শুভেচ্ছা।”
“শুভ জন্মদিন। কয়েক বছর ধরে আমরা তোমাকে আজকের এই মানুষটি হয়ে উঠতে দেখে উপলব্ধি করেছে যে আমাদের জীবনে তোমাকে পেয়ে আমরা কতটা কৃতজ্ঞ। তোমার জন্য একটি খুব বিশেষ জন্মদিনের শুভেচ্ছা। আমরা তোমাকে খুব ভালবসি!”
“তুমি একটি দারুন ব্যক্তি আর সেই জন্যে একটি দারুন জীবন তোমার প্রাপ। আমরা সবসময় তোমার পাশে থাকবো। জন্মদিনের খুব খুব শুভেচ্ছা!”
“আমার প্রিয় সন্তানকে – তোমার জন্মদিনটি ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমি তোমাকে আমার সমস্ত হৃদয় থেকে ভালোবাসি। একটি দুর্দান্ত জন্মদিন এবং একটি দুর্দান্ত বছরএর জন্যে শুভেচ্ছা!”
“আমি আশা করি যে এই বছর তোমার জন্মদিনটি একটি অবিস্মরণীয় যাত্রার শুরু মাত্র হয়ে ওঠে যা তোমাকে আরও বিস্ময়কর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। আশা এবং স্বপ্ন অবিরত রাখতে সর্বদা মনে রাখবে।”
“শুভ জন্মদিন।তুমি যার সাথেই জন্মদিন মানায়না কেন, চেষ্টা করো যেন সেটা সব থেকে সেরা সময় হয় কাটুক। আমি এইটা কামনা করি যে তোমার আগামী জীবন খুব ভালো হোক। আমি তোমাকে খুব ভালোবাসি।”
“শুভ জন্মদিন প্রিয় সন্তান। তুমি সর্বদা আনন্দে থাকো। এই বিশাল, সুন্দর বিশ্বে তুমি যেখানেই থাকোনা কেন, সর্বদা হাঁসতে-খেলতে থাকো।”
“কন্যারা হল সূর্যের আলোর মতো যা আমাদের জীবনের বৃষ্টিপাতে প্রতিচ্ছবি দিয়ে সুন্দর রংধনু তৈরি করে। শুভ জন্মদিন!”
“তুমি চিরকাল একটি তারার মতো ঝলমলে হয়ে ওঠো। শুভ জন্মদিন, আমার রাজকন্যা!”
“আমরা সত্যিই ধন্য কারণ আমরা তোমাকে আমাদের মেয়ে হিসাবে পেয়েছি। আমরা তোমার আজীবন সুখ এবং সুস্বাস্থ্যের কামনা করি। আমরা তোমাকে সমস্ত উপায়ে ভালবাসি এবং সমর্থন করি। মা বাবার আলিঙ্গন এবং চুম্বন সহ শুভ জন্মদিনের খুব খুব শুভেচ্ছা!”
“আমার প্রিয় রাজকন্যাকে জন্মদিনের শুভেচ্ছা! আজগের দিনটি যেন একটি রাজকীয় সময় হয়ে কাটুক।”
“মা মনি, তোমায় জন্মদিনের খুব খুব শুভেচ্ছা! আমি কামনা করি যে তোমার আজগের দিনটি তোমার মতোই মিষ্টি ভাবে কাটুক!”
রোমান্টিক জন্মদিনের শুভেচ্ছা :
কোন রাজার সিংহাসন থেকে নয়, নয় হিমালয়ের পাদদেশ থেকে । ৭ সমুদ্র ১৩ নদীর ওপাড় থেকে নয়, আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই **** শুভ জন্মদিন ***
আজ বাতাসে সুভাষিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান । প্রকৃতি হেলে-দুলে হয়েছে রঙিন । ফুলেরা সব ফুটেছে বাগানে । আজ আমার প্রিয়ার জন্মদিন । শুভ জন্মদিন ।
আর একটা বছর এসে গেলো, বেড়ে যাবে আর একটা মোমবাতি ।
কাল ও ছিলাম আজ ও আছি, তোমার জন্মদিনের সাথী । শুভ জন্মদিন ।
আজকের এই বিশেষ দিনে হয়ে উঠো আরো নবীন ,
ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন ।
জন্মদিনে কি বা দিবো তোমায় উপহার ?
বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও পেয়ার ।
শুভ জন্মদিন ।
তোর জন্য ভালোবাসা , লক্ষ গোলাপ জুঁই,
হাজার লকের ভীরে আমার, থাকবি হৃদয়ে তুই ।
শুভ জন্মদিন
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পুরন হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর । ** শুভ জন্মদিন **
নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু । যা হয় না যেন শেষ ।
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই এসএমএস ।
** শুভ জন্মদিন **
প্রিয় আজকের এই শুভক্ষনে শুভ দিনে পৃথিবী যেন আনন্দময়ী ও লাবণ্যে সুশোভিত হয়ে সজ্জিত হয়েছে কারণ আজকে তোমার শুভ জন্মদিন । জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নাও । আমাকে কথা দাও চিরকাল আমার মনের ভালোবাসার মানুষ হয়ে থাকবে। আমার চলার পথে আমার সাথী হবে এবং শুধু আমাকে ভালবাসবে।
শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল তোমার এই বিশেষ দিনে। আমি তোমাকে কথা দিলাম তোমার জীবনের সব ইচ্ছে আমি পূরণ করবো প্রিয়।
জন্মদিনে শুধু গিফট দিলেই হবে না বরং ভালোবাসা দিতে হবে তবেই কিনা জন্মদিনকে সারা জীবন মনে রাখা যাবে। ভালোবাসার মানুষের কাছ থেকে জন্মদিন উপলক্ষ করে গিফট পাওয়া এক অন্যরকম ভালোলাগা যা ভাষায় প্রকাশ করা অসম্ভব।
আজকেরই এই বিশেষ দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে। জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা প্রিয় আর মনে নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে।
ওগো প্রিয় , ঐ শোনা যায় সময়ের ঘন্টা ১২ টা অবিরাম। তেমনি এই সময় আমাদের স্পেশাল করে দিয়েছে আর তুমি সুন্দর ভালো মনের ও ভালো মানুষ সে হচ্ছে তুমি। তাই তোমাকে এত ভালোবাসি যে আমি চাই সারা জীবন তুমি আরও সুখে থাকো ভালো থাকো আর আমাকে ভালোবাসো। জন্মদিনের শুভেচ্ছা নাও প্রিয়তম।
তুমি আমার জীবনকে পরিপূর্ণ করেছ আর আমার মুখে হাসি ফুটিয়েছো। তাই তুমি আমার জীবনের সত্যিকারের বন্ধু এবং ভালোবাসা। তোমাকে ঘিরে আমার এক সুন্দর অদ্ভুত অনুভূতি কাজ করা। শুভ জন্মদিন।
হঠাৎ তোমার আগমন ঘটেছিল কোনো এক বসন্তে আমার এই হৃদয় মাঝে, তাই তুমি এখনো মনের গহীনে বসবাস করো। তোমার প্রতি ভালোবাসা আজীবন এমনি অমলিন থাকবে, কারণ অনেক অনেক ভালোবাসি তোমায়। শুভ জন্মদিন প্রিয়।
তোমার জন্য জীবনের দূর ভবিষ্যতের উজ্জ্বলতা কামনা করি, সঠিক জ্ঞানের আলোতে তুমি আলোকিত হয়ে আলোময় কর পৃথিবীকে “” ভালো থেকো “” *শুভ জন্মদিন প্রিয়*
তুমি আমার জীবনের সবচেয়ে বিশেষ একজন প্রিয় ব্যক্তি যাকে আমার জন্মদিনে না দেখলে আমার জন্মদিন পালন করার কোন ইচ্ছা থাকে না। জন্মদিনের মত দিনটিতে সারা জীবন পাশে থেকো প্রিয়।
জন্মদিনের শুভেচ্ছা কবিতা
” জন্মদিনে মনটা আনন্দে ভরে যায়
কাছে পেতে চায় সব আপন জনকে
সবার ভালবাসায় সিক্ত হয়ে
আরেকটি বছর পার করার
শক্তি সঞ্চিত হয়ে যায়
ভালোবাসার আলোয় ঘিরে থাকে
পুরো দিনটি আর মনে হয়
ইস প্রতিটি দিন যদি হতো জন্মদিন এর মতো।
” জন্মদিনের শুভেচ্ছা কুড়ানোর পর
তোমাকে সব সময় তোমার
বাবা মাকে ধন্যবাদ জানানো উচিত
তাদের বলা উচিত হে পিতা মাতা
তোমার কারনে দেখেছি ধরণী
এসেছে এই দিনে পৃথিবীতে
তোমার কারনে বেঁচেছি এত বছর
তোমার দেওয়া সুখের বৃষ্টিতে।
” মিষ্টি সোনা ছোট্ট পরী আজ তোমার জন্মদিন।
বড় হয়ে তুমি শুধাবে আমার সকল ঋণ
ভালোবাসায় সিক্ত করে তোমায় করছি বড়
বৃদ্ধকালে তুমি আমায় দেবে সুখের আলো।
শুভ জন্মদিন
‘জন্মদিনের দিনে বাড়ছে খুশি
বাড়ছে সুখের আলো
আমি বন্ধু ভালোই আছি
তুমিও থাকো ভালো,
‘শুভেচ্ছা তোমায় ভালো থেকো
আজকে তোমার জন্মদিন,
জীবন ভর সুখে থেকো
বাজুক অমরণ সুখের বীন”
“দূর থেকে জানাই
ভালোবাসা তোমায়
তোমার জন্মদিনে
বারে বার আসুক এদিন
তোমার জীবনে।
” ভুলে যাও সব গ্লানি
আজ তোমার জন্মদিন
নতুন করে শুরু করো
মুছে দিয়ে সব ক্লান্তির ঋণ”
” আজ তোমার জন্মদিনে
কি দেবো তোমায় উপহার
সুখের মালা বরণডালা
নাকি কোন স্বর্ণ হার,
তোমার মাঝে পেয়েছি আমি
অপরূপ এক সুন্দরী,
রুপে নয় তো শুধু গুনেও তুমি সুন্দরী।
“ জন্মদিনের শুভেচ্ছা জানাই
হে অপরূপা,
পূর্ণ হোক তোমার সফলতা
পূর্ণতাই তোমার পূর্ণিমা,
” জাদুর কাঠি রুপার কাঠি
না আনতে পেরেছি জন্য
স্বর্ণ কাঠি তোমার জন্য,
আজ এই জন্মদিন-এর
শুধু আনতে পেরেছি একরাশ
ভালোবাসা তোমার জন্য”
” জন্মদিন মানে আনন্দ
তাই দিনটি নিজের জন্য
আনন্দঘন করতে অন্যকে
খুশি করতে দিনটিকে ব্যাহত করুন
এতে আপনার জন্মদিন স্মরণীয় হয়ে থাকবে।
” আপনি জীবনে শুধুমাত্র একবার তরুণ, কিন্তু অপরিপক্কতা চিরকাল। শুভ জন্মদিন। জন্মদিনের অভিনন্দন।
” এটা তোমার জন্মদিন! আমরা কামনা করি যে তুমি জীবনে যা চাও তা তোমার কাছে আসে ঠিক যেভাবে তুমি এটি কল্পনা করেছিলে বা আশা করেছিলে। শুভ জন্মদিন।
” জন্মদিনে তোমার জন্য করি
দীর্ঘায়ু কামনা,
পূরণ হোক তোমার
জীবনের সকল বাসনা।
” দিন যায় দিন আসে,
বছর যায় বছর আসে,
সবাই আশায় থাকে একটি ভালো দিনের,
আর আমি বন্ধু আশায় থাকি তোমার জন্মদিনের।
শুভ জন্মদিন
‘ স্বপ্নগুলো সত্যি হোক তোমার
দূরে চলে যাক সকল নিরাশা
জন্মদিনের এই দিনটার মত কাটুক সারা জীবন
এটাই আমার আশা।
শুভ জন্মদিন।
” পেছনে ফেলে দাও সব দুঃখ
ঝেরে নাও সকল অভিমানের বোঝা
তোমার এই জন্মদিনে রইলো
আমার পক্ষ থেকে অপরিসীম ভালোবাসা”
” সুখের দিনগুলো চলে যায় এভাবেই
কিন্তু তোমার জন্মদিন বার বার আসুক
তোমার জীবনে বয়ে জক সুখ আর
সফলতার অপরিসীম ঢেউ
জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমায়
জেনে রাখ আমি তোমার আপন কেউ ‘
” হাজার গোলাপের শুভেচ্ছা রইল তোমার জন্মদিনে,
প্রতিবছর যাক তোমার জন্মদিনের প্রতিটি ক্ষণ সুখের প্রহর গুনে গুনে।
জন্মদিনের ফেসবুক স্ট্যাটাস
একটা বছর বেড়ে যাবে আর একটা মোমবাতি। আর তোমার সাথে অতীত, বর্তমান, ভবিষ্যতে এক হয়ে থেকেছি এবং থাকব। শুভ জন্মদিন।
এই দিনে সবকিছু হউক নতুন করে। জড় জীর্ণ অতীতটাকে রেখ না আর মনে নব উদ্দমে শুরু হক তোমার জীবন। শুভ জন্মদিন।
অতীতের সব না পাওয়া গুলো ভুলে গিয়ে আগামীর স্বপ্নগুলো সত্যি করার পথে এগিয়ে চলাই শ্রেয়। শুভ জন্মদিন।
রাত যায় দিন আসে, মাস যায় বছর আসে, সবাই থাকে একটা সুদিনের আশায়, আমি থাকি তোমার জন্মদিনের আশায় কারন তুমি ট্রিট দিবে। শুভ জন্মদিন।
আজ তোমার ২১তম জন্মদিন। প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব করতে যেও না আজ, বহু বছরের প্রাপ্তি অর্থহীন মনে হতে পারে প্রিয় মানুষের হারিয়ে যাওয়ায়। বহু বছরের অপ্রাপ্তি ভুলিয়ে দিতে পারে প্রিয়মুখের এক চিলতে হাসি। শুভ জন্মদিন।
আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি। কারণ আজকের দিনটায় তুমি জন্মেছিলে, তোমাত মতো ভালো বন্ধু ও মানুষ আমি জীবনে কমই পেয়েছি। শুভ জন্মদিন।